আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5805

হালাল হারাম

প্রকাশকাল: 21 ডিসে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বাবার কিছু জমি আমার ভাইয়ের প্রয়োজনে বন্ধক দিয়েছে অনেকদিন আগে। (এখানে বন্ধকের সিস্টেম হচ্ছে আমি জমি বন্ধক দিয়ে টাকা নিলাম আর বন্ধক গ্রহীতা জমি ভোগ করে, পরে আবার আমাকে টাকা ফেরত দিয়ে জমি ফিরিয়ে আনতে হয়। যা আমার জানামতে জায়েজ নেই।) এখন আমার কথা হচ্ছে যেহেতু জমি অন্য লোক ভোগ করে তাই আমি চাচ্ছি জমি গুলো আমি টাকা দিয়ে ফেরত নিব।আমার ভাই তারা চাষ করবে, আমাকেও ভাগ দিবে। মানে আমি ভোগ করব। যদিও এখানে প্রচলিত বন্ধকের মত হয়ে যাচ্ছে, কিন্তু আমার উদ্দ্যেশ হচ্ছে জমি গুলো আমার বা আমার বাবার দখলে থাকা পাশাপাশি ভাইয়েরা চাষ করে তারাও ভোগ করা, আমি ভোগ করা। তবে আমাকে আবার আমার টাকা ফেরত দিয়ে জমি বাবা নিতে পারবে। দয়া করে উত্তর দিবেন, এটা করতে পারব কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি আপনার বাবার থেকে পুরো টাকা নেয়ার বিনিময়ে আপনারা ভোগ করেন তাহলে সেটা জায়েজ হবে না। আপনারা যে ফসল পাবেন তার একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন, আর এই টাকাটা আপনার আব্বার ঋন থেকে বাদ দিবেন। মনে করুন, আপনার পিতা ২ লক্ষ টাকা আপনার থেকে নিয়েছে, আর আপনারা এক সিজেনে ৩০ হাজার টাকার ফসল পেয়েছেন তাহলে দুই লক্ষ টাকা থেকে ৩০ হাজার বাদ দিয়ে ১ লক্ষ ৭০ হাজার থাকবে। এভাবে যতবার ফসল পাবেন ততবার বাদ দিবেন। আপনার পিতার সব ঋন শোধ হয়ে গেলে জমি তিনি ফিরে পাবেন। ছেলে হিসেবে আপনার দায়িত্ব হলো দ্রুত এই গোনাহের কাজ থেকে আপনার পিতাকে সরিয়ে আনা। প্রচলিত বন্ধক দেয়া বা নেয়া সুদের অন্তভূক্ত। কোন ভালো সন্তান নিশ্চয় চায় না যে, তার পিতা গুনাহের মধ্যে থাকুক।