As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5762

যাকাত

প্রকাশকাল: 8 Nov 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার প্রশ্ন- আমি সামান্য বেতনে (২০,০০০/-) একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করি। আমার নিজস্ব স্থায়ী বা আস্থায়ী সম্পত্তি কিছুই নেই। আমার দুটি সন্তান আছে। যথাক্রমে ৪.৫ ও ১.৮ বছরের। আমরা চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকি, বাসা ভাড়া বাবদ ৯,৫০০/- টাকা খরচ হয়। আমার স্ত্রী-এর ব্যাংকে একাউন্টে নিসাব পরিমান তার নিজস্ব টাকা রয়েছে। এমতাবস্থায় সে কি তার যাকাতের টাকা আমাকে দিতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনি আপনার স্ত্রীর যাকাতের টাকা নিতে পারবেন না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।