আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5750

বিবিধ

প্রকাশকাল: 27 অক্টো. 2021

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমার বাড়ির পাশে একজন বেনামাজী আছে আমি তাকে সাহায্য করতে চাই, নামাজের কথা বলতে চাই তাকে ইসলামের দাওয়াত দিতে চাই, কিন্তু আমি তাকে বিভিন্ন কারণে প্রচন্ড অপছন্দ করি, তার সাথে আমার কিছু ঝামেলা হয় এবং কথা বলি না। এ ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি যদি কোন কারণে তার কাছে ইসলামের দাওয়াত না দিতে পারি তাহলে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন কিনা করলে আমি এ থেকে মুক্ত হব কিভাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুনিয়ায় বসবাস করতে গেলে এমন দুয়েকটি সমস্যা হয়ে থাকে, তাই বলে সেই কারণে কথা-সালাম-কালাম, প্রয়োজনীয় যোগাযোগ বন্ধ রাখা খুবই খারাপ কাজ। আপনি তাকে সালাম দেয়া শুরু করুন, ধীরে ধীরে জড়তা কেটে যাবে, তখন নামায রোজার কথা বলবেন। عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِى يَبْدَأُ بِالسَّلاَمِ ». আবূ আইয়ূব রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখে। যখন তারা পরস্পর সাক্ষাৎ করে, তখন একজন এ দিকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্যজন ওদিকে মুখ ফিরিয়ে নেয়। আর তাদের দু’জনের মধ্যে উত্তম ব্যক্তি সেই হবে, যে সাক্ষাৎকালে প্রথমে সালাম পেশ করবে। ” সহীহ বুখারী, হাদীস নং ৫৭২৭, সহীহ মুসলিম, হাদীস নং ২৫৬০।