আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5746

জায়েয

প্রকাশকাল: 23 অক্টো. 2021

প্রশ্ন

ভার্সসিটিতে পড়া কি জায়েয আছে? সম্প্রতি এক মাওলানা বলেছেন জায়েয নাই,যার জন্য আমি লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আমি এডমিশন প্রস্তুতি নিচ্ছি, ইসলামের পথে ফেরা বছরখানেক হচ্ছে। আমি যদি ভার্সসিটি তে গিয়ে নিজের সর্ববোচ্চ টা দিয়ে দৃষ্টি হেফাজতসহ যাবতীয় ইসলামিক আইন মেনে চলি,তারপরেও কি ভার্সসিটিতে পড়া হারাম হবে? আর হারাম হলে পড়াশোনা করতে না পারলে কেমন করে কি? আমাদের দেশে তো সহশিক্ষা ব্যাতিত উচ্চশিক্ষা গ্রহণের উপায়ও নেই। তাহলে কি সবার পড়াশোনা ছেড়ে দেয়া উচিত, আমি বিভ্রান্ত, আমাকে সুস্পষ্ট উত্তর কেউ দিয়েন যেন আমি আবার পড়াশোনা তে আগ্রহ ফিরে পাই। -মোঃ মোনায়েম হোসেন, নাটোর ।

উত্তর

ভার্সিটিতে পড়া জায়েজ আছে। পড়াশোনা করা না-জায়েজ বা হারাম নয়। তবে অনেক ভার্সিটিতে বহু ধরণের হারামে লিপ্ত হওয়ার অবারিত সুযোগ থাকে, সেই হারামগুলো থেকে বিরত থাকতে হবে।