আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5739

মসজিদ

প্রকাশকাল: 16 অক্টো. 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মসজিদের শেষ কাতারে অনেক সময় কাতার সোজা রাখা যায় না, পিছনে দেয়ালের পিলার বা জুতার বাক্স ইত্যাদি কারণে । কাতার সোজা করতে গেলে আবার রুকু ঠিক মত করা যায় না। এক্ষেত্রে কি ঐ কাতারে আমি না দাঁড়িয়ে ২য় তলায় বা বারান্দায় গিয়ে দাড়ালে নামাজে সমস্যা হবে? শুক্রবার ছাড়া মসজিদ্গুলোতে অনেক জায়গা থাকে। দ্বিতীয়ত, জুতার বাক্স গুলো কাতারের মাঝে থাকায় অনেক সময় এর আশেপাশে ময়লা থাকে, তখন কি কিছু স্থান ফাকা রেখে নামাজে দাঁড়ানো যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খুব বেশী সমস্যা হলে দ্বিতয়ল তলায় যেতে পারেন। দ্বিতীয় তলায় মসজিদের ভিতরে প্রথম কাতারে দাঁড়াবেন। আপনি আরো কয়েকজনকে নিয়ে দাঁড়াবেন। জুতার বাক্সের কারণে ময়লা থাকলে ময়লা পরিস্কার করে কাতার পূর্ণ করে দাঁড়াবেন।