ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5695
ওয়া আলাইকুমুস সালাম। কোন ভাবেই মিথ্যা বলা বা ওজনে কম দেয়ার কোন সুযোগ নেই। কিছুটা আর্থিক ক্ষতি হলেও মিথ্যা ও ওজনে কম দেয়া আপনাকে ছাড়তেই হবে। যদি ছাড়তে না পারেন সেখানে চাকুরী করা জায়েজ হবে না। এখনিই চাকুরী ছাড়তে হবে এবং স্বচ্ছ কোন কর্ম করতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।