ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5670
ওয়া আলাইকুমুস সালাম। শায়খ আলবানী ও শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। হাদীসটির আরবী পাঠ হলো: عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ؟ فَأَرَاهُ ثَلَاثًا، ثَلَاثًا قَالَ: «هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، وَتَعَدَّى، وَظَلَمَ» সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৪২২, মুসনাদু আহমাদ, হাদীস নং ৬৬৮৪।