As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5667

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 আগস্ট 2021

প্রশ্ন

আমি নতুন বিবাহ করতে যাচ্ছি,এমতা অবস্থায় কিছু প্রশ্নের উত্তর জানা জরুরি ১। কনে অথবা বরের জন্ম মাসে বিয়ের তারিখ পরলে কি কোনো সমস্যা আছে? ২। ইসলামি শরিয়ত সম্মতভাবে বিয়ের অনুষ্ঠান কেমন? ৩। ব্যাংক থেকে ইসলামিক লোন তুলে বিয়ে করলে এতে কি কোনো সমস্যা আছে? ৩ বছরের লোন ১ বছরে পরিশোধ করার মত অবস্থা আছে কিন্তু নতুন চাকরিরত অবস্থায় হাতে জমানো টাকা নেই । এতে করনীয় কি?

উত্তর

১। না, কনে অথবা বরের জন্ম মাসে বিয়ের তারিখ পড়লে কোন সমস্যা নেই। ২। পর্দা লঙ্ঘন হবে না, জোর করে বরযাত্রীর সংখ্যা নির্ধারণ করা যাবে না, গান-বাজনা করা যাবে না, আনুষ্ঠানিক গায়ে হলুদ নিষিদ্ধ, সমাজের দোহায় দিয়ে ইসলামবিরোধী কিছু করা যাবে না। ৩। ইসলামিক লোন বলতে কী বুঝাচ্ছেন বোধগম্য নয়। যদি সুদভিত্তক লোন হয় তাহলে লোন নেওয়া যাবে না। সুদ না দিতে হলে লোন নেওয়া যাব। প্রয়োজনে বিয়ে একটু দেরীতে করবেন তবুও সুদে জড়াবেন না।