As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5651

নামায

প্রকাশকাল: 20 জুলাই 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম নামাজে কয়টা সেজদা দিয়েছি ভুলে গেলে বা সন্দেহ হলে করনিও কি? বসা থেকে দাঁড়িয়ে যাওয়ার পর যদি প্রবল মনে হয় যে একটা সেজদা দিয়েছি, তাহলে কি করবো আর যদি বসা বা দাঁড়ানো অবস্তায় মন স্থির হয় যে ২ টাই দিছি তাহলে কী করনিও? সাহু সেজদা দিলে হবে নাকি পুনরায় সাজদা আদায় করতে হবে? জাযাকাল্লাহ খইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি সন্দেহ হয় যে, একটি সাজদা দিয়েছেন, তাহলে পরবর্তী রাকআতের সময় ছুটে যাওয়া সাজদাটি দিয়ে নিবেন এবং সাজদায়ে সাহু দিবেন। আর যদি নিশ্চিত হন যে, দুইটা সাজদা দিয়েছেন তাহলে কিছু করতে হবে না, স্বাভাবিকভাবে নামায শেষ করবেন।