As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5649

হালাল হারাম

প্রকাশকাল: 18 Jul 2021

প্রশ্ন

আমি একটি স্বনামধন্য ISP (ইন্টারনেট) কোম্পানিতে কাজ করতেছি। আমরা সাধারণত বাসা বাড়ি, অফিস, ব্যাঙ্ক ও বীমা কোম্পানি গুলাতে ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকি। বাসা বাড়ির কেউ ইন্টারনেট এর অপব্যবহার করে এবং ব্যাঙ্কগুলাতে সুদী কারবার করে থাকে এই ইন্টারনেট দিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই চাকুরীটা কি আমার হালাল হবে নাকি হারাম কাজ গুলি তে সার্ভিস দেওয়ার জন্যে গুনাহ হবে। মাঝে মাঝে ব্যাঙ্ক গিয়েও সাপোর্ট দিতে হয়।

উত্তর

আপনাদের কাজ যেহেতু হালাল সেহেতু এই চাকুরী হালাল হবে। যদি কেউ অবৈধ কাজে এটা ব্যবহার করে সে জন্য তারা দায়ী থাকবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।