আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5639

ইতিকাফ

প্রকাশকাল: 8 জুলাই 2021

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে ইতেকাফ মসজিদে টাকা দিয়ে অন্যকে দিয়ে করায়, ভাড়া করা মত, যদি গ্রামের কেও না করে বা পক্ষ থেকে না করা হয় তাহলে কি গ্রামের লোকজন গোনাহগার হবে? আমি ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাঃ স্যার এর সব বই কিনেছি এবং পড়া শুরু করেছি আমি জানতে চাই যে কোন বইয়ে ইতেকাফ সম্পর্কে বলা হয়েছে যদি একটু বলে দেন তাহলে আমি একটু পড়াশোনা করতে পারি। ধন্যবাদ। দ্রুত উত্তর পেয়ে যাব আশা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খুতবাতুল ইসলাম বইয়ে ই’তিকাফ সম্পর্কে আলোচনা আছে।