মার মা গত ৬ বছর আগে মারা যায়,মা মারা যাবার পর ৮ মাসের মধ্যে বাবা ২য় বিয়ে করে । প্রথম প্রথম সৎ মায়ের আচরন ভাল ছিল । গত ৩ বছর যাবত সৎ মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে । আমাদের খাওয়া, কথা বলা কিছুই দেখতে পারে না,সারা দিন পেনপেন করে,আমি কিছুই বলতাম না । আমার ছোট ভাই মাঝে মধ্যে উওর দিত । এ অবস্থায় আমি আল্লাহর রহমতে বিয়ে করি, বিয়ে করার পর সৎ মা আমার স্ত্রীর সাথে ও খারাপ ব্যবহার শুরু করে,অফিস থেকে গিয়ে প্রায় সময় দেখতাম আমার স্ত্রী কানতেছে । এ সব কিছু আমার বাবার সামনে করত,