As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 563

প্রশ্ন

মার মা গত ৬ বছর আগে মারা যায়,মা মারা যাবার পর ৮ মাসের মধ্যে বাবা ২য় বিয়ে করে । প্রথম প্রথম সৎ মায়ের আচরন ভাল ছিল । গত ৩ বছর যাবত সৎ মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে । আমাদের খাওয়া, কথা বলা কিছুই দেখতে পারে না,সারা দিন পেনপেন করে,আমি কিছুই বলতাম না । আমার ছোট ভাই মাঝে মধ্যে উওর দিত । এ অবস্থায় আমি আল্লাহর রহমতে বিয়ে করি, বিয়ে করার পর সৎ মা আমার স্ত্রীর সাথে ও খারাপ ব্যবহার শুরু করে,অফিস থেকে গিয়ে প্রায় সময় দেখতাম আমার স্ত্রী কানতেছে । এ সব কিছু আমার বাবার সামনে করত,

উত্তর

আপনি আপনার পিতার সাথে ভাল ব্যবহার করবেন, প্রয়োজনীও সহযোগিতা করবেন। আপনি আপনারমত আলাদাই থাকুন আর ছোট ভাইয়ের প্রতি আপনার দায়িত্বও পালন করুন। আল্লাহর কাছে দুআ করতে থাকুন।