আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5623

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 22 জুন 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্ন তাহারাত সম্পর্কিত। ১। পরিধেয় কাপড়ে বীর্য বা মজি লেগেছে। এখন সেই কাপড়ে বিছানায় বসার পর বিছানার চাদরে কোন ভেজা চিহ্ন বা আলামত কোনটাই বোঝা যায় না। এক্ষেত্রে কি বিছনার চাদরও ধুতে হবে? ২। কোন কোন আলেম বলেন বীর্য বা মজি কাপড়ে লেগে যদি শুকিয়ে যায় আর এর কোন আকার বা কোন চিহ্ন না থাকে তাহলে সেখানে শুধু পানি ছিটিয়ে দিলেই তাহারাত হাসিল হয়ে যায়। উক্ত মতের উপর কি আমল করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। যদি নাপাকী লাগার কোন আলামত না থাকে তাহলে বিছানার চাদর ধোয়ার প্রয়োজন নেই। ২। না, বীর্জ বা মজি শুকানোর পর না ধুয়ে শুধু পানি ছিটালে পবিত্র হবে না। এভাবে ভালো করে ধুতে হবে, যাতে নিশ্চিত হতে পারেন কাপড়ে নাপাকী নেই।