ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5619
ওয়া আলাইকুমুস সালাম। বাসার কর্মচারীদেরকে ঈদ উপলক্ষে বকশিস দেওয়া বাসার মালিকের কর্তব্য। সেটা সাধারণ টাকা দিয়ে দেওয়া উচিত। তারা ফিতরার উপযুক্ত হলে ফিতরা আলাদা করে দিবে। তবে বখশিশ দেওয়ার সময় ফিতরার নিয়ত করলেও ফিতরা আদায় হয়ে যাবে যদি তারা ফিতরা নেওয়ার হকদার হয়ে থাকে।