আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5604

সুদ-ঘুষ

প্রকাশকাল: 3 জুন 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি ইসলামিক নিয়মে হালাল উপার্জন করি এবং সুদ সহ সকল প্রকার হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার বাবা-মা আমার সকল উপার্জনের পরিমান সম্পর্কে অবগত এবং আমি পরিবারের জন্য যে পরিমান অর্থ ব্যায় করি তাতে তারা আমার প্রতি সন্তুষ্ট। আমি জীবনে কখনো সুদের সাথে যুক্ত হতে ইচ্ছুক নই, কিন্তু বর্তমানে বাড়ি করার প্রয়োজনে এককালীন কিছু টাকা আমার মা-বাবা ব্যাংক থেকে লোন নিতে বলছেন যা সুদসহ ফেরত দিতে হবে। এ ব্যাপারে আদবের সাথে আমি তাদেরকে বারবার না করতেছি ৷ কিন্তু তারা আমার উপরে চাপ দিচ্ছেন, যার দরূন তাদের সাথে আমার সম্পর্ক দিনদিন খুব খারাপের দিকে যাচ্ছে। এমতাবস্থায় আমার করনীয় কি? অগ্রিম ধন্যবাদ রইলো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা বা কারো চাপাচাপিতেই সুদের মধ্যে জড়ানো যাবে না। তাদের জন্য দুআ করুন, তাদেরকে বুঝানোর চেষ্টা করুন, তাদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করুন। বাকীটা আল্লাহর উপর ছেড়ে দিন।