As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5588

প্রশ্ন

আমার বাড়ি কুমিল্লা। আমি ঢাকায় যখন বোনের বাড়িতে বেড়াতে যাই তখন বোনের বাড়িতে থাকাকালীন সালাত কসর করি এবং জমা করি। এখন আমার সালাত হবে কি?

উত্তর

যদি ১৫ দিনের কম সময় বোনের বাড়ি অবস্থানের নিয়ত করেন তাহলে সেখানে থাকাকালীন যদি একাকী সালাত আদায় করেন তাহলে কসর করবেন। তবে মসজিদে জামাতে সালাত আদায় করার সুযোগ থাকলে জামাতে সালাত আদায় করবেন, তখন আর কসর করতে হবে না। বিনা কারণে জামাত বাদ দেওয়া অনুচিত। আর জমা করবেন না। সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করবেন। রাস্তায় থাকাকালীন সালাত ছুটে যাওয়ার ভয় থাকলে কেবল জমা করতে পারেন প্রয়োজন হলে, প্রয়োজন না হলে কখনই জমা করবেন না।