As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 558
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ১. ওজু করার মাঝা মাঝি / অজু শেষ করার আগে যদি বায়ু নির্গত হয় তাহলে কি আবার প্রথম থেকে অজু করতে হবে? ০২. বর্তমানে আমরা নামাজ পড়তে মুখে নিয়াত উচ্চারণ করিনা কিন্তু যদি আমি ইমাম হয়ে নামাজ পরতে চাঁই তাহলে কিভাবে নিয়াত করবো?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 558

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ১. ওজু করার মাঝা মাঝি / অজু শেষ করার আগে যদি বায়ু নির্গত হয় তাহলে কি আবার প্রথম থেকে অজু করতে হবে?
০২. বর্তমানে আমরা নামাজ পড়তে মুখে নিয়াত উচ্চারণ করিনা কিন্তু যদি আমি ইমাম হয়ে নামাজ পরতে চাঁই তাহলে কিভাবে নিয়াত করবো?

উত্তর

হ্যাঁ, প্রথম থেকে শুরু করতে হবে। ইমাম হয়ে নামায পড়ালে মনে মনে এটা রাখবেন যে, আপনি ইমাম।