আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5579

যাকাত

প্রকাশকাল: 9 মে 2021

প্রশ্ন

আমি ২ বছর আগে ইনকাম শুরু করেছি। এর আগে আমার কাছে নিসাবপরিমান অর্থ ছিলোনা। আমি রুপার দাম অনুসারে যাকাতের নিসাব হিসাব করছি এবং পহেলা রমজানকে দিন ধার্য্য করেছি হিসাবের সুবিধার্থে। এখন আমার কাছে মাস নিসাব পরিমান টাকা থাকলেও প্রায় এক মাস সময় আমার সব টাকা খরচ হয়ে যায়। পরে আবার ৫ মাস নিসাব পরিমান টাকা ছিলো। এখন যেহেতু আমার নিসাব পরিমান টাকা ১ বছর ছিলোনা, আমার উপর কি যাকাত ফরজ হবে? এই ঘটনা গত ২ বছরেই ঘটেছে তবে ভিন্ন সময়ে। এখন আমার কি করনীয়?

উত্তর

আপনার উপর যাকাত ফরজ। বছর শেষে যাকাত দেওয়ার সময় যতটাকা আপনার কাছে থাকবে সেই টাকার আপনি যাকাত দিবেন। বছরের শুরু এবং শেষে নিসাব পরিমান সম্পদ থাকলে যাকাত আদায় করা ফরজ, যদিও বছরের মাঝে কোন সময় সম্পদ যাকাতের নিসাব পরিমানের চেয়ে কম হয়ে যায়।