As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5560

শিরক-বিদআত

প্রকাশকাল: 20 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা তো মনের অজান্তে শিরক করে ফেলি। তখন আমাদের ভুল বুঝতে পেরে আমরা যদি সে তওবা করি কিন্তু যদি চোখের পানি না আসে তাহলে কি তওবা কবুল হবে। আর কবুল না হলে আমাদের শাস্তি কি ধরনের হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা করলে কবুল হবে ইনশাআল্লাহ।