আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5557

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার ব্যাংক ব্যালেন্স আছে ইসলামী ব্যাংক এ – ৯০,০০০ টাকা হাতে নগদ আছে- ১০,০০০ টাকা ডিপিএস আছে ইসলামী ব্যাংক এ – ৩০,০০০ টাকা ইসলামী ব্যাংক এর শেয়ার আছে – ৬০,০০০ টাকা মোট: ১৯০,০০০ টাকা আমার স্ত্রীর মোহরানা বাকী আছে ২,০০,০০০ টাকা আমি প্রতি মাসে নগদে ৩০০০ টাকা করে স্ত্রীকে পরিশোধ করতেছি, এখন আমার কি যাকাত দিতে হবে? আর হলে কত আসবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত আপনাকে দিতে হবে না, তবে আপনার স্ত্রীকে দিতে হবে। কারণ আপনার স্ত্রী আপনার কাছে টাকা পায় আর আপনি টাকা দিতে সক্ষম।অন্যান্য ঋনের মতই এই ঋনোর হুকুম। যেমন, যদি কেউ কাউকে ঋন দেয় আর ঋন গ্রহিতা ব্যক্তি ঋন পরিষোধে সক্ষম থাকে তাহলে ঋন দাতার উপর যাকাত দেয়া ওয়াজিব। এই বিষয়ে শায়খ উসায়মিন রহি. বলেন, وتجب الزكاة على المرأة في هذا الصداق المؤجل إذا كان الزوج مليّا (أي : غنيا باذلا للدين) ، وإن كان فقيرا فلا يلزمها زكاة . বিলম্বিত মোহরের ক্ষেত্রে স্ত্রীর উপর যাকাত ওয়াজিব হবে, যখন স্বামী ধনী হবে, ঋন পরিষোধে সক্ষম হবে। আর যদি স্বামী দরিদ্র হয় তাহলে স্ত্রীর উপর যাকাত দেয়া আবশ্যক নয়। মাজমুউল ফাতাওয়া, শায়খ উসায়মিন ১৮/৩০। বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/answers/84005/%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D8%A8-%D8%B9%D9%84%D9%89-%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%A7%D8%A9-%D8%B2%D9%83%D8%A7%D8%A9-%D9%85%D9%88%D8%AE%D8%B1-%D8%A7%D9%84%D8%B5%D8%AF%D8%A7%D9%82