আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5550

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, ইফতারের পর গেইম খেললে কোন সমস্যা আছে এতে কি আমার রোজার সওয়াব কম হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইফতারের আগে পরে, রমজান মাসে বা অন্য মাসে কখনই গেইম খেলা যাবে না। এটা মানুষের মেধা বিকৃত করে দেয়, মানুষের কর্মক্ষমতা নষ্ট করে দেয়, প্রয়োজনীয় কাজ করার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং না খেয়ে থাকার সাথে সমস্ত অর্থহীন ও খারাপ কাজ থেকে বিরত থাকলেই কেবল রোজার প্রকৃত হক আদায় হবে। সুতরাং কোন অবস্থাতেই গেইম নামক নোংরা কাজের সাথে জড়িত হওয়া যাবে না।