আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5536

যাকাত

প্রকাশকাল: 27 মার্চ 2021

প্রশ্ন

যদি নিজের সম্পদ থেকে বের করা জাকাতের টাকা দিয়ে ইসলামি বই কিনে নিজে পড়া হয় তাহলে কি জাকাত আদায় হবে?

উত্তর

যাকাতের সম্পদ নিতে পারে এমন ব্যক্তিকে যাকাতের টাকা দিলেই কেবল যাকাত আদায় হবে। সুতরাং নিজের যাকাতের টাকা দিয়ে বই কিনে পড়লে যাকাত আদায় হবে না।