আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5532

হালাল হারাম

প্রকাশকাল: 23 মার্চ 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি যে বাসায় ভাড়া থাকি। সে বাসায় দুই চুলার গ্যাসের লাইন নিয়ে ছয় চুলায় লাইন দিয়েছে । প্রতি মাসে ৯৭৫ টাকা বিল দিতে হয়। এখন ঐ বাসায় ভাড়া থাকা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই অপরাধমূলক কাজের জন্য বাসার মালিক দায়ী, ভাড়াটিয়ারা দায়ী নন। সুতরাং ঐ বাসায় ভাড়া থাকতে আপনার কোন সমস্যা নেই। তবে যদি অন্য বাসায় যাওয়ার সুযোগ থাকে তাহলে সেখানে চলে যাবেন, এতে করে মালিকের অসৎ কাজের কোন সহযোগিতার ভিতর আপনাকে আর থাকা লাগবে না।