As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5528

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 মার্চ 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ। ধরুন আমারা জমি বন্ধক চুক্তি এমন করলাম। তাহলো, সাধারণ ভাবে ৩৩ শতক জমি এক বছরের জন্য ভাড়া ৫/৬/৭ হাজার। ৫/৬/৭হাজার টাকা জমি ওয়ালাকে দিয়ে দিলে আমি ১বছর জমি চাষাবাদ করতে পারবো। ১বছর পর ঐ টাকাটি আর ফেরত পাওয়া যাবে না। এখন বন্ধকের প্রচলিত পদ্ধতির পরবর্তীতে ৩৩ শতক জমি ২বছরের চুক্তি করলাম। ১ লাখ টাকা দিবো। ভাড়া ববদ ১০/১২/১৪ হাজার দিয়ে দিলাম। ২বছর পর আমকে ১ লাখ টাকাই ফেরত দিলো। জমি ২ বছর আমি নিজে আবাদ করলাম। সেক্ষেত্রে কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হালাল হবে। যে ১ লাখ টাকা আপনি দিলেন সেটা কর্য বা ঋন হিসেবে গণ্য হবে। আর ১০/১২/১৪ হাজার টাকা জমির ভাড়া হিসেবে গণ্য হবে।