As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 552

নামায

প্রকাশকাল: 4 Aug 2007

প্রশ্ন

প্রশ্ন : ফরজ সালাতের পর ঈমাম সাহেবের সাথে সম্বলিত মুনাজাত করা যাবে কী?

উত্তর

এ বিষয়ে দলীল-প্রমাণসহ আমরা আমাদের দেয়া ১৯ নং প্রশ্নের উত্তরে আলোচনা করেছি। আপনি দয়া করে সেটা দেখুন। তবে সংক্ষেপে বলি হাদীসে এমন কোন প্রমান নেই যে, সাহাবীরা ফরজ নামাযের পরে সম্মিলিত মুনাজাত করেছেন।