ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5519
না, এই শব্দে হাদীস নেই। তবে পুরো রজানা মাস রোজা রাখলে তার বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ যে রমযান মাসে ঈমান সহকারে ও সাওয়াবের আশায় সাওম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ১৯১০। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে আছে রাসূলুল্লাহ সা. বলেছেন, الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ পাঁচ ওয়াক্ত সালাত, জুমুআর সালাত পরবর্তী জুমুআ পর্যন্ত এবং রমাজান পরবর্তী রমাযান পর্যন্ত গুনাহের কাফফারা হবে যদি ব্যক্তি কবীরা গুনাহ পরিহার করে। সহীহ মুসলিম, হাদীস নং ২৩৩