As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5513
আস-সালামু আলাইকুম একজন ব্যক্তি 50 হাজার টাকার বিনিময় এ বছরে 8 হাজার টাকা দিবে এমন টাকা আমার জন্য বৈধ হবে কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5513

প্রশ্ন

আস-সালামু আলাইকুম একজন ব্যক্তি 50 হাজার টাকার বিনিময় এ বছরে 8 হাজার টাকা দিবে এমন টাকা আমার জন্য বৈধ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এমন চুক্তি বৈধ নয়। এটা সুদ। যদি তাকে ব্যবসার জন্য টাকা দেন তাহলে ব্যবসার লভ্যাংশের একটি অংশ আপনি পাবেন এমন চুক্তি করেন। যেমন মোট লাভের ২০ শতাংশ আপনি পাবেন।