As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5510

প্রশ্ন

একজন পুরুষের জন্য মাহরাম সর্বমোট হাতে গণা কয়জন? যেমনঃ ফুফু মাহরাম হলে, ফুফু তো অনেক আছে, সে ক্ষেত্রে নিজের বাবার আপন বোন বাদে অন্য বোনরাও কি মাহরাম এর অন্ততর্ভুক্ত?

উত্তর

ফুফু দ্বারা আপন ফুফু উদ্দেশ্য। নিজের বাবার আপন বোন বাদে অন্য বোনরা মাহরাম নয়।