ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5497
কেন এমন করছে বিস্তারিত না জানালে উত্তর দেওয়া কঠিন। যদি এমন আচরণের পিছনে কোন কারণ থাকে তাহলে সেই কারণ দূর করতে হবে। আর যদি বিনা কারণে এমন করে তাহলে আল্লাহর কাছে সঠিক ফয়সালার জন্য দুআ করতে হবে। যদি সে রাজি না থাকে মানুষের পক্ষে জোর করে রাজি করানো সম্ভব হবে নয়, আল্লাহর কাছেই বলতে হবে। অনেক সময় স্ত্রীদের বিভিন্ন অযাচিত চাহিদার কারণে স্বামীরা এমন বিগড়ে যায়। যদি এমন কিছু হয়, তাহলে তার সমাধান করতে হবে।