As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5481

তাওহীদ

প্রকাশকাল: 31 Jan 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। দয়া করে উত্তর দিবেন। আমি খুব চিন্তিত। আমার বিভিন্ন গরু, ছাগল, কুকুর পশু দেখলে মনে আমি যেন অদের ভক্ত করছি। এদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। কিন্তু দেখলেই এমন মনে হয়। এটা কি সত্যিই আমার মনের সমস্যা, নাকি শিরক ই। এমন হওয়ার কারণ কি? এভাবে তো চলা যায় না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনে হলেই শিরক হবে না। আপনি মানসিক সমস্যার ভিতর পড়ে গিয়েছেন। বেশী বেশী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। মনে যাই হোক না কেন নামাযসহ অন্যান্য সকল ইবাদত যথানিয়মে চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর সুযোগ থাকলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।