আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5471

যাকাত

প্রকাশকাল: 21 জানু. 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, যদি আমি আমার স্ত্রী পক্ষে যাকাতের অর্থ পরিশোধ করি তবে কি তা বকেয়া মোহরানা থেকে বাদ দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।স্ত্রীকে বলবেন যে, তার পক্ষ থেকে আপনি যাকাতের যে টাকা দিচ্ছেন সেটা মোহরানা থেকে বাদ যাবে। সে রাজি হলে বাদ যাবে।