আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5463

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 13 জানু. 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমি চৌহদ্দি দিয়ে মসজিদে ২শতক জমি দান করি। চৌহদ্দির মধ্যে অবৈধ ভাবে একজন দখলে আছে তাকে উঠাইয়া মসজিদ কমিটি ঐ জমি নেওয়ার কথা কিন্তু ক্ষমতার কারনে মসজিদ কমিটি ঐ লোককে উঠাতে পারে নাই। এখন মসজিদ কমিটি আমার ঐ জমির চৌহদ্দির বাইরে ২ শতক জমি নেওয়ার হুমকি দিচ্ছে। ইহার শরীয়তের বিধান জানালে ধন্য হবো ধন্যবাদান্তে, মোঃ ইউছুফ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, চৌহদ্দির বাইরে জমি যদি আপনি স্বেচ্ছায় না দেন তাহলে জোরপূর্বক নেওয়া জায়েজ হবে না। এমন আচরণ খুবই অন্যায়।