আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5457

হালাল হারাম

প্রকাশকাল: 7 জানু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটি চাইনিস কোম্পানিতে কাজ করি আমাদের কিছু কাভারড ভ্যান আর কন্টেইনার আছে এগুলোর খরচ দেখাশুনা আমাকে করতে হয় তাদের রাস্তার খরচের জন্য টাকা পাঠাতে হয়। প্রশ্ন হচ্ছে টাকা পাঠানোর জন্য বিকাশ নগদ ব্যবহার করতে হয় কিন্তু আমি আমার আকউন্ট অথবা ড্রাইভার দের অ্যাকাউন্ট এ টাকা পাঠায় দেই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আর এখানে অল্প কিছু খরচ হয় বাকিটা আমি খরচ দেখিয়ে নিয়ে নেই এটা নেয়া জায়েজ হবে কি? ধরুন ২৫হাজার পাঠালে বিকাশ খরচ হয় ৪৫০ টাকা আমি সেটা বিকাশে না দিয়ে একটু কষ্ট করে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেই খরচ টা আমি নিয়ে নেই ৪৫০ টাকা এটা জায়েজ হবে কিনা? জাঝাকাল্লহু খাইরন। দোয়া করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, বিষয়টি একটু জটিল। তাদের সাথে যদি আপনার কাজ এমন হয় যে, টাকা পাঠানোর খরচ বাবদ একটা এমাউন্ট আপনাকে দিবে, আপনি যেভাবে ইচ্ছা পাঠিয়ে দিবেন, তাহলে এই টাকা নিতে আপনার সমস্যা নেই। আর যদি এমন না হয় বরং যতটুকু খরচ হবে টাকা পাঠানো বাবদ ততটুকু টাকা কোম্পানী বহন করবে, তাহলে এই টাকা নেয়া আপনার জায়েজ হবে না। কোম্পানীতে যারা চাকুরী করে তাদের কাজে সাধারণত দ্বিতীয় প্রকারের হয়। সুতরাং ভালো ভাবে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন।