আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 545

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জুলাই 2007

প্রশ্ন

আসসালামু আলইকুম | আমার পরশন হলো অমুসলিম যদি কুনু কিছু রননা করে আমাদেক দেয় আমারা কি খেতে পারব। এমন অবসতা হয় এক সাতে খেতে বসলে জুর করে পেলেটে ডেলে দেয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অমুসলিমদের রান্না খাওয়া মূলত না জায়েজ নয়। তবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করা কোন পশু বা পাখির গোশত খাওয়া হারাম। সুতরাং অমুসলিম কেউ যদি কোন পশু বা পাখি যবেহ করে তাহলে সেই গোশত খাওয়া মুসলিমের জন্য জায়েজ নেই। এর বাইরে শুকনা খাবার এবং সাধারণ তরকারী খেতে সমস্যা নেই। তবে এগুলো এড়িযে যাওয়া সম্ভব হলে এড়িয়ে যাওয়ায় ভাল এবং উত্তম।