আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5446

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 ডিসে. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন হাইস্কুল এর ছাত্রী, এবং আমি একটি পশ্চিমা দেশে থাকি। আমার স্কুল টাতে কোএডুকেশন। আমি হিজাব মেইন্টেইন করেই সেখানে পরাশোনা করি এবং একান্ত প্রয়োজন ছাড়া কোন ছেলের সাথে কথা বলি না এবং ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে পড়াশোনা করি। আমার এভাবে পড়াশোনা করা টা কি ঠিক হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজের বের করুন যেখানে শুধু মেয়েরা পড়ে, যাকে বাংলাদেশে বালিকা বিদ্যালয় বলে। সেখানে পড়াশোনা করুন। পর্দা দুই ধরণের। দেহের পর্দা, হৃদয়ের পর্দা। হিজাব পর দেহের পর্দা করতে পারবেন, কিন্তু হৃদয়ের পর্দা সম্ভব হবে না। ছেলে মেয়ে এক সাথে থাকলে সেখানে সর্বদা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেই থাকবে, এভাবে এক পর্যায়ে গুনাহের কাজ জড়িয়ে পড়তে পারেন সহজেই। তাই সহশিক্ষা অব্যই বর্জন করতে হবে। ইসলাম প্রাপ্তবয়স্ক নন মাহরাম ছেলে মেয়েদের একসাথে উঠাবসার অনুমতি দেয় না। আল্লাহ কুরআনে বলেছেন وَ لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ سَبِیۡلًا আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল, আয়াত ৩২।