আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5429

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 ডিসে. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ঘুমাতে যাওয়ার আগে দোয়া এবং ঘুম থেকে উঠার পর দোয়া অনুগ্রহপূর্বক জানালে খুবই উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ সাহাবী হুযায়ফা রা, নবী সা. যখন রাতে খুমাতেন তখন তিনি তার হাত গালে রাখতেন এবং বলতেন للَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا এবং যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন لحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ। সহীহ বুখারী, হাদীস নং 6314