ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5423
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, জায়েজ হবে। মাস শেষে যা লাভ হবে সেই টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের অংশ অনুযায়ী বন্টন করলে এই বিনিয়োগ থেকে উপার্জিত অর্থ হালাল হবে। তদ্রুপ ক্ষতি যদি হয় তাহলেও বিনিয়োগের অংশ অনুযায়ী ক্ষতি বিনিয়োগকারীদের মাঝে ভাগ হবে।