As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5401

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্নটা পত্রিকায় লেখালেখি নিয়ে। আমি ছোটবেলা থেকেই গল্প কবিতা ছড়া উপন্যাস – এসব পড়তে ভালোবাসি। টুকটাক লিখতেও পারি। স্কুলে থাকতেই আমার লেখা গল্প, ছড়া, কৌতুক, হাতে আঁকা ছবি কার্টুন পত্রিকায় ছোটদের পাতায় প্রকাশিত হয়। কিন্ত যখন জানতে পারি ইসলামে ছবি আঁকা নিষিদ্ধ তখন ছবি আর কার্টুন আঁকা ছেড়ে দিয়েছি। কিন্ত লেখালেখির অভ্যাসটা টিকে আছে… স্কুল কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়ে প্রথম আলোতে প্রদায়ক হিসেবে ফিচার লিখি। ফিচার ছাপা হলে সেখান থেকে একটা সম্মানি দেয়া হয়। প্রশ্নটা হচ্ছে- আমি তো ফিচার লেখার কাজটা করি- কিন্তু সাথে ফটোসাংবাদিকের তোলা ছবি থাকে (সেই ছবিও তো ইসলামে নিষিদ্ধ)। থাকে কোন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার লেখার বিষয়বস্তু যদি শরীয়তে নিষিদ্ধ না হয় তাহলে পত্রিকায় লেখা দিতে এবং সম্মানী গ্রহন করতে অসুবিধা নেই। নিষিদ্ধ বিজ্ঞাপনের দায় পত্রিকা কর্তৃপক্ষের।