ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5360
পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, وَإِذَا قُرِىءَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তা মনযোগ সহকারে শুনবে, তাহলে রহমত প্রাপ্ত হবে। সূরা আরাফ, আয়াত ২০৪। সুতরাং তেলাওয়াত করার সময় মনযোগ নষ্ট হয় এমন কাজ করা যাবে না। তবে যে কাজ করলে মনযোগ নষ্ট হয় না, কুরআন স্বাভাবিকভাবে শুনতে সমস্যা হয় না এমন কাজ করা জায়েজ আছে। বিস্তারিত জানতে