As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5358
আমার প্রশ্ন হল মযি পরিষ্কার করার সময় পানির ফোটা পায়ের উপর পরে তাইলে কি আমি নাপাক হব?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5358

প্রশ্ন

আমার প্রশ্ন হল মযি পরিষ্কার করার সময় পানির ফোটা পায়ের উপর পরে তাইলে কি আমি নাপাক হব?

উত্তর

পরিস্কার করা সময় পায়ের ছিটা পায়ে পড়লে পা ধুয়ে নিবেন। কারন ঐ পানির ছিটা নাপাক হওয়ার সম্ভাবনা থাকে।