ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5355
আস-সালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই রাসূলের সুন্নাহ সম্পর্কে ধারনা খুবই কম। আমি চাই রাসুল( সাঃ) এর সুন্নাহ মেনে জীবন যাপন করতে।হুজুরের কাছে বিনীত নিবেদন আমাকে এমন কোন বই সাজেস্ট করে দেন। যেন আমার জীবনের সর্ব কাজে রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি।
ওয়া আলাইকুমুস সালাম। আপনি আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাহে বেলায়াত মুসলমানি নেসাব এবং ইহইয়াউস সুনান বই তিনটি সংগ্রহ করে পড়বেন। ধীরে ধীরে আপনি সুন্নাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ।