As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 534
আসসালামু আলাইকুম, আমাদের মসজিদের ইমাম একবার বলেছেন বুখারীতেও জাল যইফ হাদিস আছে। কিন্তু আমার জ্ঞান বুখারী ও মুসলিম শরীফে কোন যইফ হাদিস আনা হয়নি। আসলে কি তাই? যইফ হাদিস থাকলে তার রেফারেন্স কি দেয়া যাবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 534

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের মসজিদের ইমাম একবার বলেছেন বুখারীতেও জাল যইফ হাদিস আছে। কিন্তু আমার জ্ঞান বুখারী ও মুসলিম শরীফে কোন যইফ হাদিস আনা হয়নি। আসলে কি তাই? যইফ হাদিস থাকলে তার রেফারেন্স কি দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ ইমাম সাহেবকেই জিজ্ঞাসা করুন বুখারীর কোন হাদীসটি জাল বা যয়ীফ। আমাদের জানামতে বুখারী ও মুসলিম কোন জাল-যইফ নেই।