As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5336

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম। আমার ২ বছরের সংসার। সম্প্রতি জানতে পারি এক নিকট আত্মীয় দ্বারা সে ধর্ষনের শিকার হয়ে আসছিল গত দেড় বছর ধরে। আমার স্ত্রী কথা হিসেবে সেই লোক তাকে একদিন তার বৌ তাদের বাসায় আমার স্ত্রী কে যেতে বলেছে বলে ফোন জানায়। আমার বৌ গিয়ে দেখে বাসায় কেউ নেই এবং তাকে ধর্ষণ করে। তারপর ধর্ষণের ভিডিও আমাকে দেখাবে বলে ব্ল্যাকমেইল করে কিছুদিন পর পর প্রায়ই ধর্ষণ করতো। একসময় আমার স্ত্রী প্রেগ্নেন্ট হয় সেই লোকের দ্বারা এবং ওষুধ খেয়ে গর্ভপাত করে। আমি যখন অফিসে থাকতাম অথবা আমার স্ত্রীর যখন কাজ থাকত তখন এইসব হত। আর সেই লোক সব সময় বলত

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি একবার সুযোগ দিন। যদি সে নিজেকে সংশোধন করে নেয় তাহলে আপনি তাকে রেখে দিতে পারেন। আর যদি উল্টো দেখেন তাহলে তালাক দেওয়ার পথে যেতে হবে আপনাকে। আল্লাহর কাছে নিজের মতো করে আপনি নিজের কথাগুলো বলবেন আর এই দুআ পড়বেন رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا