আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5325

হালাল হারাম

প্রকাশকাল: 28 আগস্ট 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,
আমি একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় খরচের আলাদা আলাদা হিসাব রাখা। এখানে বিভিন্ন টেন্ডারের কাজ করা হয় এবং প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঘুষ দেওয়া লাগে যেটা প্রতিষ্ঠান অনিচ্ছায় বা ইচ্ছায় দিয়ে থাকেন। চাকরির খাতিরে আমাকে উক্ত টাকার পরিমান হিসাব রাখতে হয়, অন্যথায় প্রতিষ্ঠান তার সঠিক খরচ নির্ধারন করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এই হিসাব রাখাটা কি আমার জন্য বৈধ। এবং এই কাজের মাধ্যমে আমার উপার্জন কি হালাল হবে। এই কাজটি আমাকে না দেবার জন্য আমি প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলেছি তাতে কাজ হয়নি, এটা তাদের জন্য অনেক প্রয়োজনীয় ব্যাপার। প্রশ্নের উত্তরটি আমার জন্য একান্ত গুরুত্বপূর্ন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের মূল ব্যবসা যদি হালাল হয়, তাহলে সেখানে আপনার চাকরিও হালাল হবে। বৈধ উপায়ে বৈধ টেন্ডার পাওয়া আপনাদের অধিকার। এই বৈধ অধিকার পাওয়ার জন্য যদি অপরাগ হয়ে ঘুষ দিতে হয়ে, তাহলে আপনরা মাজলুম, অত্যাচারিত। সুতরাং ব্যবসা হালাল হলে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে আশা করি।