As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 531
আসসালামুয়ালাইকুম। আমদের মাসজিদের ইমাম সাহেব হাদিস বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই কালেমেটি ৯৯ টি রোগের ওষুধ, যার একটি রোগ হল দুশ্চিন্তা, যদিও তিনি হাদিসের reference উল্লেখ করেন নি। হাদিস টি সহিহ কি না এবং হলে এর reference জানতে চাই। যাযাকুমুল্লাহ।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 531

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমদের মাসজিদের ইমাম সাহেব হাদিস বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই কালেমেটি ৯৯ টি রোগের ওষুধ, যার একটি রোগ হল দুশ্চিন্তা, যদিও তিনি হাদিসের reference উল্লেখ করেন নি। হাদিস টি সহিহ কি না এবং হলে এর reference জানতে চাই। যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। হাদীসটি মুসতাদরক হাকিম (হাদীস নং ১৯৯০) এবং আলমুজামুল আওসাত (হাদীস নং৫০২৮)। হাদীসটির মধ্যে একজন বর্ণনাকারী আছেন যার নাম বিশর ইবন রাফে। তিনি যয়ীফ। সুতরাং হাদীসটির সনদ দূর্বল।