আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5308

নামায

প্রকাশকাল: 11 আগস্ট 2020

প্রশ্ন

আমি সহিহ হাদিস এর আলোকে পুরুষ ও নারীর সালাত এর বিধান জানতে চাই। আর মেয়েরা যে বুক পিঠ মাটির সাথে লাগিয়ে সালাত করে এর কি কোনো দলিল আছে।

উত্তর

পুরুষ ও মহিলার নামাযের মধ্যে তেমন কোন পার্থক্য নেই।তাকবীর, সূরা-কেরাত, তাসবীহ-দুআ সব কিছুতেই মহিলা পুরুষ এক রকম তবে রুকু ও সাজদাতে মহিলারা একটু জড়সড় হবে যা গ্রহনযোগ্য হাদীসে থেকে পাওয়া যায়। তবে পুরুষের মত নামায আদায় করলেও আদায় হয়ে যাবে। ইমাম বুখারী রহ. একজন তাবেয়ীর কথা এভাবে বলেছেন,وكانت أم الدرداء تجلس في صلاتها جلسة الرجل وكانت فقيهة অর্থ: উম্মে দারদা নামাযের মধ্যে পুরুষের মত বসতেন। তিনি ফকীহ ছিলেন। সহীহ বুখারী, ৮২৭ নং হাদীসের পূর্বে। দেখুন যদি একই রকম হতো তাহলে এভাবে বলা যেত না যে, তিনি পুরুষের মত বসতেন। এভাবে বলা হয়েছে কারণ, অন্য মহিলারা পুরুষের মত বসতেন না, তবে উম্মে দারদা বসতেন। أخبرناه أبو بكر محمد بن محمد أنبأ أبو الحسين الفسوي ثنا أبو علي اللؤلؤي ثنا أبو داود ثنا سليمان بن داود أنبأ بن وهب أنبأ حيوة بن شريح عن سالم بن غيلان عن يزيد بن أبي حبيب : أن رسول الله صلى الله عليه و سلم مر على امرأتين تصليان فقال إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل অর্থঃ (ইমাম বায়হাকী রহঃ ) আবু বকর মুহাম্মদ ইবনে মুহাম্মাদ এর সুত্রে তাবেয়ী য়াযীদ ইবনে আবী হাবীব এর থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) নামাযরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন । তখন তাদেরকে (সংশোধনের উদ্দেশে) বললেন, যখন সেজদা করবে তখন শরীর যমীনের সাথে মিলিয়ে দিবে । কেননা মহিলারা এ ক্ষেত্রে পুরুষের মত নয়। সুনানে কুবরা ২ খন্ড, ২২৩ পৃষ্ঠা, হাদীস নং ৩০১৬। কিতাবুল মার-সিল, ইমাম আবু দাউদ, হাদীস নং ৮৭। প্রসিদ্ধ মুহাদ্দিস নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ আওনুল বারী (১/৫২০) তে লিখেছেন উল্লেখিত হাদীসটি সকল ইমামের উসূল অনুযায়ী দলীল হিসাবে পেশ করার যোগ্য। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0028 নং প্রশ্নের উত্তর দেখুন।