ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রথম কাজ হলো যদি তার পিতার সন্তানকে প্রয়োজনীয় সহায়তা করার সামর্থ্য থাকে তাহলে সে যেন সন্তানের প্রয়োজনের প্রতি খেয়াল রাখে। যদি তারপরও আপনার ভাতিজা প্রয়োজনীয় অর্থ না পায় তাহলে তাকে যাকাত দিতে পারবেন, যদি সে যাকাতের হকদার হয়ে থাকে। ২। সুদখোর যদি গরীব মুসলিম হয় তাহলে যাকাত দিতে সমস্যা নেই। তবে যাকাত দেওয়ার সময় কিছু পদক্ষেপ গ্রহন করবেন, কিছু উপদেশ দিবেন যাতে সে সুদ থেকে বিরত থাকে।