আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5297

হালাল হারাম

প্রকাশকাল: 31 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ আমাদের ঘরের পাশে আমাদের একটি বড় পুকুর আছে। এই পুকুরটি এক মাছ ব্যাবসায়ী এক বছরের জন্য টাকা দিয়ে মাছ চাষ করার জন্য নিয়েছে। সে পুকুর থেকে আমার পরিবার কয়েকটি মাছ ধরেছেন এবং রান্না করেছেন। আমি এত দিন এই তরকারিতে খাবার না খেলেও পরবর্তীতে আর পারছি না। এখন আমার করণীয় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা তো খুবই অন্যায়। অন্যের সম্পদ বেআইনী ভাবে খাওয়া তো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ঐ মাছ ব্যবসায়ীকে ব্যাপারটি আপনি গোপনে জানাবেন, এতে করে তিনিই এই সমস্যার একটা সমাধান করবেন আশা করি। এভাবে চুরি করা খাবার খাওয়া কোনভাবেই জায়েজ হবে না, যে ভাবেই হোক এর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।