As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5285

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Jul 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একটা জরুরী বিষয় জানার ছিল, ব্র্যাক এনজিওতে যে সব লোন ছাড়ে গ্রাহকদের,সেই লোনের কিস্তি বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট হয়। পেমেন্ট এর জন্য ক্যাশইন করতে হয়, ক্যাশইন এ প্রতি হাজার এ কিছু কমিশন আসে। আমার প্রশ্ন হচ্ছে, এই কমিশন কি হালাল হবে নাকি হারাম হবে। যদি সম্ভব হয় দ্রুত উত্তরটা দিবেন ইন-শাহ-আল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যদি বিকাশের ব্যবসা থাকে, আর সেখান থেকে কেউ টাকা পাঠায়, এখান থেকে উপার্জিত অর্থ যেমন হালাল তেমনি আপনার প্রশ্নের ক্যাশইন এর কমিশনও হালাল হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।