আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5276

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম নিম্নোক্ত বিষয়টি জানালে উপকৃত হব। বিনা অনুমতিতে অন্যের জমিতে ক্ষতি না করে গরু-ছাগল হাস মুরগি চরানাে বা ঘাস খাওয়ানাে যাবে? এমন জমি যা এমনিই ফেলা আছে,কোন বিশেষ প্রয়ােজনের জন্য রিজার্ভ করা নয় বা জিজ্ঞাসা করলে অনুমতি দিবে এমন ধারনা প্রবল। যেমন গ্রামে ধান কাটার পর জমি বা মাঠ-ঘাটে এমনিই ঘাস আছে এমন জমি।জাযাকাল্লাহুখাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সমাজে যদি এটা প্রচলিত থাকে, এটাকে কেউ যদি অন্যায় মনে না করে, জমির মালিকও অসন্তুষ্ট হবে না বলে মনে হয়, তাহলে বিনা অনুমতিতে অন্যের জমিতে ক্ষতি না করে গরু-ছাগল হাস মুরগি চরানাে বা ঘাস খাওয়ানাে যাবে।